ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ফলে গেল সপ্তাহে (২১ ডিসেম্বর-২৪ ডিসেম্বর) ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩২.৪৩ শতাংশ। গত সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্সের। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১২.১২ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির দর কমেছে ১২ শতাংশ।

পরবর্তী অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর দর কমেছে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৯.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, রেনউইক যজেনশ্বর ৮.২৬ শতাংশ, ইন্টারন্যাল লিজিংয়ের ৮.২২ শতাংশ, বেক্সিমকো সুককের ৬.৬৭ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৬.৬৭ শতাংশ।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার