বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ফলে গেল সপ্তাহে (২১ডিসেম্বর-২৪ ডিসেম্বর) ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই ৪ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ডিএসইর মোট লেনদেনের ৪.৮৬ শতাংশই ছিল বিএসসির দখলে। আর দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম কটন। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন ছিল ১২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা, যা বাজারের মোট লেনদেনের ৩.৪৫ শতাংশ।
আর তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৮৯ শতাংশ।
পরবর্তী অবস্থানে থাকা কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা, লাভেলো আইসক্রীমের ৮ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা, রহিমা ফুডের ৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, মুন্নু ফেব্রিক্সের ৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, ফাইন ফুডের ৭ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ৬ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা।
এমকে