ক্যাটাগরি: রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান।

তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

এদিকে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি দেশ রূপান্তরকে বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন পরিবরাসহ। তাকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই।

এর আগে দলীয়ভাবে তারেক রহমানের দেশের ফেরার খবরে তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছি। এখন তিনি দেশে ফিরেছেন। বড় একটি দলের প্রধান হিসেবে আগামী দিনের রাজনীতিতে ছোট বড় রাজনৈতিক দল যারা আছেন সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রতিবন্ধকতাসহ রাজনৈতিক সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন এমন আশা আমাদের।

শেয়ার করুন:-
শেয়ার