বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ মাসিক ভাতার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না। দেশের ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও আলেম সমাজের মর্যাদা নিশ্চিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের সরকারি চাকরিতে সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন যে, আলেম-ওলামারা সমাজের সম্মানিত অংশ হওয়া সত্ত্বেও তারা দীর্ঘকাল অবহেলিত ছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে তাদের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করবে। ইমাম-মুয়াজ্জিনদের এই প্রস্তাবিত বিশেষ ভাতা সরাসরি সরকারি কোষাগার থেকে প্রদানের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এমকে