ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুবাহ আফরিন এবং সেক্রেটারি জেনারেল মো. তানভীর হাসান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ পরিষদে ২০২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সাদ্দাম হোসেন ও অদ্রিকা এষণা পূর্বাশা, ভাইস প্রেসিডেন্ট মো. সামিন রহমান, ট্রেজারার মাসুদ এবং জেনারেল লিগ্যাল কাউন্সেল ইব্রাহীম খলিল ফয়সাল।

কমিটিতে আরও রয়েছেন- ট্রেইনিং কমিশনার আহমেদ ওয়াজেদুল হক খান, পিআর অ্যান্ড মিডিয়া চেয়ারপার্সন আসিয়া বিনতে আমানত সুমি, ডিজিটাল কমিটি চেয়ারপার্সন জোবায়ের আহমেদ সাকিব, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপার্সন মো. তানভীর হোসাইন, ডিরেক্টর আব্দুর রহমান খান বাপ্পি, তানভীর সোহান, ইয়াসির শাহরিয়ার, আহনাফ আহমেদ, কমিটি চেয়ার শেখ মাহমুদা সুলতানা সারা, মিনহাতুল জান্নাত, রাইয়ান ইসলাম সরদার ও এস এম শফিউল আলম সাকিব।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও ২০২৪ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ২০২৫ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, বোর্ডের অন্যান্য সদস্য ও বিভিন্ন চ্যাপ্টারের একাধিক লোকাল প্রেসিডেন্ট।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর প্রায় ৪০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রাচীনতম ঐতিহ্যবাহী বৃহৎ লোকাল অর্গানাইজেশন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার