ক্যাটাগরি: পুঁজিবাজার

২৪২ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৪টির দর বেড়েছে, ২৪২টির কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত ছিল।

দিনশেষে ডিএসইতে মোট ৪০৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছিলো।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার