ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই বন্ডের কূপণ রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ড ও এসজেআইবিএল পার্পেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৬ সালের ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটি বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।

কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।

এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডটির ওই বছরে রেঞ্জ অব রিটার্ন ৬%-১০% এবং মার্জিন রিটার্ন রেট ২.৫০% হবে।

কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার