তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এডিএন টেলিকম লিমিটেড ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স–২০২৪ এ স্বর্ণপদক অর্জন করেছে।
গত ১৫ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন এডিএন টেলিকমেরর ব্যবস্থাপনা পরিচালক মি. হেনরি হিলটন এবং কোম্পানি সেক্রেটারি মি. মো. মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সম্মানিত অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী।
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হিসেবে এডিএন টেলিকমের আধুনিক প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক, উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবার মাধ্যমে গ্রাহকদের উন্নত ও সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করে আসছে।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ (আইসিএসবি) এক দশকেরও বেশি সময় ধরে তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের কর্পোরেট গভর্ন্যান্স চর্চার স্বীকৃতি দিয়ে আসছে, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুসরণে মূল্যায়ন করা হয়। এছাড়াও, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এডিএন টেলিকমের ২০২২ সালে স্বর্ণ এবং ২০২৩ সালে রৌপ্য পুরস্কার অর্জন করে ।