নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, মালামাল ও কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে রিটার্নিং কার্যালয় ও সহকারী রিটার্নিং কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি পাঠান।
ইতোমধ্যে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনসহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবার এর আওতায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হলো। বর্তমানে সারাদেশে ৬৯ জন রিটার্নিং অফিসার এবং প্রায় পাঁচশ সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়সমূহে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে সংরক্ষিত নথি ও মালামালের সুরক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।”
এই প্রেক্ষাপটে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে ইসি।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের জন্য বর্তমানে গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে আরও একটি গাড়িসহ অতিরিক্ত এসকর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি চার কমিশনার ও ইসি সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আগেই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এমকে