সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.৭৭ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সুরিদ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর ৬.৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর ৬.১৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, এসকে ট্রিমস, এপোলো ইস্পাত, নিটল ইন্স্যুরেন্স, মেঘনা পেট, মাইডাস ফাইন্যান্স এবং জেনারেশন নেক্সট ফ্যাশান লিমিটেড।
এমকে