অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেও নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসভবনে অবস্থান করছেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। পদত্যাগের পর সাধারণত দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময়ে সরকারি বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
সদ্য বিদায়ী এই দুই তরুণ উপদেষ্টা পদত্যাগ করার এক সপ্তাহ পার হলেও তারা এখনো সরকারি বাসভবন ছাড়েননি। তারা ঠিক কবে নাগাদ বাসা ছাড়বেন, সে বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করার পর জানানো হয় যে, নির্বাচনের তপশিল ঘোষণা হলেই এই পদত্যাগ কার্যকর হবে।
এর পরদিন ১১ ডিসেম্বর সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হলে আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র কার্যকর হয়। তবে বর্তমান পরিস্থিতি এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় বিবেচনা করে সরকারের পক্ষ থেকে তাদের আরও কিছু দিন বাসভবনে থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এমকে