ক্যাটাগরি: খেলাধুলা

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

লো স্কোরিং ম্যাচে শঙ্কা ছিল শ্রীলঙ্কার কাছে না আবার হেরে যায়। তাতে হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হতো না এবং সেমিফাইনালেই মুখোমুখি হতে হতো ভারতের। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে লো স্কোরকেও কঠিন করে ফেললো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারা। যার ফলে তারা অলআউট হয়ে যায় মাত্র ১৮৬ রানে। বাংলাদেশ জয় পেলো ৩৯ রানের ব্যবধানে।

এই জয়ে গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। শ্রীলঙ্কা হলো রানারআপ। সেমিফাইনালে বাংলাদেশ পেলো ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানকে এবং ভারত সেমিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতেছিল শ্রীলঙ্কা। প্রথম ফিল্ডিং নিলো তারা। টস হেরে ব্যাট করতে নামতে হয় বাংলাদেশকে। শুরুটা দারুণ করেছিলো জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৮৪ রানের জুটি গড়েন তারা দু’জন। ৪৯ রান করে আউট হন আবরার। ৩৬ রান করেন রিফাত বেগ।

এরপর আজিজুল হাকিম করেন ২৯ রান। কালাম সিদ্দিকি করেন ৩২। এরপর লেট মিডল অর্ডারে ২৯ রান করেন ফরিদ হাসান। বাকি ব্যাটাররা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দিমান্থা মাহাভিথানা ১৩ রানে আউট হন। ১২ রান করেন ভিরান চামুদিথা। কিথমা ভিথানাপাথিরানা শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক ভিমাথ দিনসারা আউট হন ১৭ রান করে।

চামিকা হিনাতিগালা ৪১ এবং আধাম হিলমি ৩৯ রান করে বাংলাদেশের জয় বিলম্বিত করেন। তবে এই দুই উইকেট পড়ার পর বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

শেয়ার করুন:-
শেয়ার