ক্যাটাগরি: রাজনীতি

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি এবং মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার এডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩৮৫, ৫০০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণায় অংশ নিচ্ছেন। এই পরিস্থিতিতে নির্বাচনী ফলাফল প্রভাবিত করা এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে আসামিরা জেনে-বুঝে মিথ্যা তথ্য জনসমক্ষে প্রচার করছেন।

অভিযোগে আরও বলা হয়, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অংশ হিসেবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এ ঘটনার সুযোগ নিয়ে মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফল ক্ষুণ্ন করা এবং তার কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে গত ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে ‘দৈনিক আজকের কণ্ঠ’ অনলাইন পোর্টালে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত ও সম্ভাবনাময় প্রার্থী হওয়ায় তার ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ করে ইচ্ছাকৃতভাবে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার