ক্যাটাগরি: জাতীয়

বিচারকদের নিয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধিমালা প্রতিপালনে ৩০০টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করেছে কমিশন। কমিটিগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবে। কমিটির কার্যক্রমে সহায়তার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) এক আদেশে এ কমিটি গঠন করা হয়।

এদিকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনকালীন অভিযোগ যাচাই করতে ১০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি। নির্বাচন সংশ্লিষ্ট যেসব অভিযোগ ইসিতে জমা হবে, সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেবেন এসব কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠনের কথা জানানো হয়। ৩০০টি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। কে কোন আসনের দায়িত্বে থাকবেন, তা প্রজ্ঞাপনে উল্লে­খ করা হয়েছে।

এতে বলা হয়, কমিটির কর্মকর্তারা প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নিজ দপ্তর হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন এবং নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন। তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনি দায়িত্ব পালন করবেন এবং প্রজ্ঞাপন জারির তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন-পূর্ব কোনো অনিয়ম সংঘটিত হলে কমিটিগুলো তিন দিনের মধ্যে অনুসন্ধান করে প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কাছে প্রেরণ করবে। জেলা নির্বাচন অফিসার অনুসন্ধান প্রতিবেদন ইসিতে পাঠাবেন।

শেয়ার করুন:-
শেয়ার