ক্যাটাগরি: জাতীয়

যতগুলো মন্ত্রণালয়ে গিয়েছি, চুরির মহাসাগর মনে হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, যতগুলো মন্ত্রণালয়ে গিয়েছি, চুরির মহাসাগর মনে হয়েছে। সেই মহাসাগরকে শুকিয়ে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এ অনুষ্ঠান আয়োজন করে।

উপদেষ্টা বলেন, সংসদে ব্যবসায়ীদের প্রভাব বর্তমানে রাজনীতিবিদদের নৈতিকতা নষ্ট হয়েছে। কারণ সংসদীয় সংস্থায় ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রায় ৬০ ভাগ সদস্যই এখন ব্যবসায়ী। এটি স্বার্থের সংঘাত সৃষ্টি করে।

তিনি প্রশ্ন তোলেন, যার ১০টি ব্যবসা রয়েছে, সে কার কথা শুনবে? এর ফলে, যারা রাজনৈতিক মন্ত্রী হন, তারাও এই স্রোতে গা ভাসাতে বাধ্য হন।

শেয়ার করুন:-
শেয়ার