বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করতে চায়, তারাই ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত। ওসমান হাদির ওপর চালানো হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং এটি বাংলাদেশের ওপরই আঘাত।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ১০ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীর ওপর প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। হামলার ধরন দেখে স্পষ্ট, এটি একটি পরিকল্পিত ও পেশাদার অপরাধ।
তিনি আরও বলেন, বর্তমানে ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন হাদিকে সুস্থ করে তোলা হয় এবং তাকে জীবন দান করা হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক থাকবে, তবে সে ধরনের কোনো অবস্থানে যাওয়া হবে না, যাতে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই ২০২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষাই তাদের রাজনৈতিক অবস্থানের ভিত্তি। এই চেতনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা ঐক্য ধরে রাখবেন, এ বিষয়ে কোনো আপস হবে না।
তিনি আরও বলেন, যারা নির্বাচনকে গণতন্ত্রে উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, যারা শক্তিশালী রাষ্ট্র গঠনের বিপক্ষে অবস্থান নেয়, তারাই মূলত গণতন্ত্রবিরোধী শক্তি। এ ধরনের শক্তি দেশের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই সক্রিয় রয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিবাদকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে এ ধরনের সহিংসতা চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।
জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে অর্থবহ ও বিশ্বাসযোগ্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এমকে