বিদায়ী সপ্তাহে (০৭ ডিসেম্বর-১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০.২৮ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ২১৪ টাকা ১০ পয়সা, যা কমে দাঁড়িয়েছে ১৯২ টাকা ১০ পয়সায়।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ফাস্ট ফাইন্যান্সের। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ১০ শতাংশ। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮.৫৩ শতাংশ।
দরপতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্সের দর কমেছে ৭.৬৯ শতাংশ, নিউ লাইনের ৬.৮২ শতাংশ, আইবিবিএল বন্ডের ৫.১৫ শতাংশ, গ্রামীণফোনের ৪.৮৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪.৪৭ শতাংশ, এআইবিএলপি বন্ডের ৪.৪৩ শতাংশ, ডিবিএলপি বন্ডের ৩.৭৩ শতাংশ।
এমকে