ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে জিলবাংলা সুগার

বিদায়ী সপ্তাহে (০৭ ডিসেম্বর–১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯.৯০ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ১৩২ টাকা ১০ পয়সা, যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯.১৭ শতাংশ। আর এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হোটেল সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে বেড়েছে ২৫.৭৮ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় অন্যানা কোম্পানিগুলোর মধ্যে নর্দান ইনস্যুরেন্সের শেয়ার দর সপ্তাহজুড়ে বেড়েছে ২২.৮৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ২২.৮৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২১.৮৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০.৮৩ শতাংশ, ইনটেকের ২০.৭৩ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ১৯.৮৭ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ১৮.৫৯ শতাংশ।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার