ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (০৭ ডিসেম্বর-১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষে উঠেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ০১ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪.০৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.১৭ শতাংশ। আর ডমিনেজ ষ্টীল এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রতিদিন গড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.১৪ শতাংশ।

এ তালিকায় থাকা অনান্যা কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্সের দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ০১ লাখ টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ১৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ৭২ লাখ টাকা,বিডি থাই ফুডের ১০ কোটি১৪ লাখ টাকা, এসিএমই পেস্টিসাইডস –এর ৯ কোটি ৪৫ লাখ টাকা, মন্নু ফেব্রিক্সের ৭ কোটি ৭৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে প্রতিদিন গড়ে ৭ কোটি ৩৬ লাখ টাকা।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার