দেশের বাজারে প্রবেশ করেছে ভয়ংকর মাদক এমডিএমবি। যার কয়েক ফোটা গ্রহণে মানুষের স্নায়ুতন্ত্র বির্পযস্ত হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এমডিএমবির একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক করা হয়েছে চার মাদককারবারীকেও।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক হাসান মারুফ।
তিনি জানান, ‘খ’ শ্রেণিভুক্ত মাদক এমডিএমবি। যা সিনথেটিক ড্রাগ হিসেবে বিবেচিত। অভিনব কায়দায় ক্রেতার কাছে পৌঁছে দেয়া হতো ই-সিগারেটের লিকুইড বোতলের মাধ্যমে। এমডিএমবি দ্রুত নেশা ধরায়, আক্রামণাত্মক আচরণ থেকে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে হওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে। মালয়েশিয়া থেকে দেশের বাজারে প্রবেশ করছে ভয়াবহ এই মাদক। এটি মাদক শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর বলে জানান তিনি।
ব্রিফিংয়ে জানানো হয়, মূলত হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সিক্রেট গ্রুপের মাধ্যমে বাজারে এলিট শ্রেণির কাছে ছড়িয়ে দেয়া হচ্ছে এই মাদক। এসব তথ্যের ভিত্তিতে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। চার মাদককারবারীসহ জব্দ করা হয় এমডিএমবির বিশাল এক চালান।