বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী মহল যোগসাজশে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এআই দিয়ে কিছু ছবি বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। এটি বাস্তবায়ন করছে ওয়াল্ড হিন্দু স্টাগলের সভাপতি শিপন কুমার বসু। তিনি আরও বলেন, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগ দেয়ার কারণ উল্লেখ করে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে।
এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষ্ণ নদী বলেন, জামায়াতে ইসলামীর দলে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন বলে জানান তিনি। নির্বাচনের মাঠে সাড়া পাচ্ছেন সব ধর্মের মানুষের।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমকে