ক্যাটাগরি: রাজধানী

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন

গাজীপুর-ঢাকা মহাসড়কে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে কাঞ্চন ব্রিজ এলাকায় নতুন হাইওয়ে পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ পুলিশ বক্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

তিনি বলেন, “নতুন এই পুলিশ বক্স দুর্ঘটনা প্রতিরোধ, জরুরি সেবা প্রদান এবং যানবাহন নিয়ন্ত্রণকে আরও গতিশীল করবে। জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সোহেল রানা জানান, স্থায়ী পুলিশ বক্স চালুর ফলে ব্যস্ত এই সড়কে যেকোনো জরুরি অবস্থায় দ্রুত সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

জনসচেতনতা বৃদ্ধির জন্য এলাকায় স্থাপন করা হয়েছে টিপস বোর্ড ও পুলিশ চেকপোস্ট, যা ট্রাফিক আইন মানায় ইতিবাচক প্রভাব ফেলবে। পুলিশ বক্সের নির্মাণে সহযোগিতা করেছে প্লাটিনাম গ্রুপ।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) নুরুজ্জামান চৌধুরী বলেন, “সড়ক নিরাপত্তায় অবদান রাখতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখবো।”

উদ্বোধনে অংশ নেওয়া স্থানীয় জন প্রতিনিধিসহ এলাকাবাসীরা জানান, নতুন পুলিশ বক্সের মাধ্যমে নিরাপত্তা ও জরুরি সেবার গতি আরও বাড়বে।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার