ক্যাটাগরি: রাজনীতি

বিলবোর্ড অপসারণে পক্ষপাতিত্বের অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায় ঘোষণা করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বলবৎ হবে আচরণবিধিসহ নির্বাচনি আইন। মোড়ে-মোড়ে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন থাকবে না এবং আনুষ্ঠানিক প্রচারণার নির্ধারিত সময়ের আগে মিছিল-মিটিংও করা যাবে না। এই প্রেক্ষাপটে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার সরানো হচ্ছে।

তবে অভিযোগ উঠেছে, কিছু কিছু স্থানে পক্ষপাতিত্ব করা হচ্ছে। সরেজমিনে ঢাকা-৮ আসনের অন্তর্গত বিজয়নগর এলাকায় দেখা গেছে, জামায়াত সমর্থিত ড. হেলাল উদ্দিনের বিলবোর্ড সরানো হয়েছে, কিন্তু বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের বিলবোর্ড এখনও রয়েছে। মির্জা আব্বাসের একটি বিলবোর্ড রয়েছে বিজয়নগর নুর মসজিদের পশ্চিম পাশে। এই সময় তার বিপরীতে থাকা ড. হেলাল উদ্দিনের বিলবোর্ড সরানো হয়েছে।

এছাড়া বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশেও মির্জা আব্বাসের বিলবোর্ড এখনও দেখা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, “বিলবোর্ড অপসারণ কার্যক্রম স্বচ্ছ নয় এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে।”

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, “সব বিলবোর্ড ও ব্যানার সরানোর অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।”

এমকে

শেয়ার করুন:-
শেয়ার