বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্ণধার এবং কোহিনূর কেমিক্যালসের পরিচালক মো. এবাদুল করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার, সহকর্মী ও অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের ওষুধ ও শিল্প খাতে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা আজ বাদ আছর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।
বীকন ফার্মাসিউটিক্যালস এবং কোহিনূর কেমিক্যালস পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এমকে