মুসল্লি না থাকলে এবং ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।তিনি বলেন, আজ দেশের ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে গুরুদাসপুর মডেল মসজিদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। ১৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলার এই মসজিদে সবাই নিয়মিত নামাজ পড়বেন। মুসল্লি না থাকলে এবং ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই, এটা আমরা চাই না। মসজিদের আবাদ করবেন সবাই।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুর মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছি। দেশের সব জেলখানাতে কুরআন শিক্ষা ও নামাজ আদায়ের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে জেল থেকে ফিরে আসামিরা নিয়মিত নামাজ আদায় করেন এবং অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।
তিনি বলেন, ‘ফিনল্যান্ড-ডেনমার্কসহ পৃথিবীর অনেক দেশে জেলখানা নেই। সেখানে চুরি-ডাকাতিও নেই। আসুন, আমরা ভালো হয়ে যাই।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আজ-কালের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে। আশা করছি, আপনারা ভালো সরকার উপহার পাবেন।’
এ সময় গুরুদাসপুরের ইউএনও ফাহমিদা আফরোজসহ উচ্চপদস্থ কর্মকর্তা, মডেল মসজিদের প্রকল্প পরিচালক শহিদুল আলম, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মোতাহার হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।