ক্যাটাগরি: পুঁজিবাজার

ডিএসইর জিএম বেনী আমিনের পদত্যাগ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহা ব্যবস্থাপক ফিন্যান্স অ্যান্ড একাউন্টস বেনী আমিন পদত্যাগ করেছেন। সম্প্রতি তিনি বোর্ডের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইর জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস হিসেবে ২১ অক্টোবর (মঙ্গলবার) যোগদান করেন বেনী আমিন। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। নিয়ম অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মহা ব্যবস্থাপক নিয়োগ দেওয়ার কথা থাকলেও তাকে কোন বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পদটির নিয়োগ অস্থায়ী হলেও তাকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আগেই বেনী আমিন পদত্যাগ করেছেন।

শেয়ার করুন:-
শেয়ার