ক্যাটাগরি: জাতীয়

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন। সম্পদ বিবরণীও জমা দিয়েছেন তিনি।

সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আসিফ মাহমুদ পদত্যাগ কখন করছেন? এর উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।

আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে কোনো দলের পক্ষ থেকে, নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, সেটি স্পষ্ট করেননি আসিফ মাহমুদ।

সরকারে থাকা এই ছাত্র উপদেষ্টা জবাব দেন, তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার মতে, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।

এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে কতগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।’

শেয়ার করুন:-
শেয়ার