ক্যাটাগরি: জাতীয়

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় যাচাই করুন: ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি গৃহকর্মী কর্তৃক মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয় বলে জানিয়েছে পুলিশ। নগরবাসী সামান্য সতর্ক হলে এ ধরনের অপরাধ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান।

বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের আগে তার জাতীয় পরিচয়পত্র, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পরিচয় যাচাইয়ের জন্য কমপক্ষে দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণ করা অপরিহার্য।

এ বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ ছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার