চতুর্থবারের মতো আয়োজিত হয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের প্রজেক্ট হোয়াইট ক্যাপ ৪.০। সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত ও মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি শিক্ষা দেওয়ার উদ্যোগের অংশ জেসিআই ঢাকা ওয়েস্টের এই প্রজেক্ট।
গত ০১ অক্টোবর ঢাকার দক্ষিণখান থানা অন্তর্ভুক্ত আশিয়ান সিটির একটি মাদ্রাসা ও এতিমখানার ৪০ জন শিক্ষার্থী এবং শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি শিক্ষার আওতায় নিয়ে আসতে ২০২২ সালে জেসিআই ঢাকা ওয়েস্ট “প্রজেক্ট ওয়াইট ক্যাপ” নামে এক অনন্য প্রকল্প হাতে নেয়। টেকনোলোজির ক্রমবর্ধমান উন্নয়নের সাথে তাল মিলিয়ে এই বছর প্রজেক্ট কারিকুলামে আনা হয়েছে বিশেষ সংযোজন। বেসিক কারিকুলামের পাশাপাশি আনা হয়েছি ক্যানভা, এআই ইন্টিগ্রেশনের মতো উন্নত কারিকুলামও। এক সপ্তাহ মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে হাতে কলমে প্রত্যেক শিক্ষার্থীকে আইসিটি বিশ্বের সাথে সংযুক্ত করা হয়েছে।
জেসিআই ঢাকা ওয়েস্ট এর ২০২৫ লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন-এর সার্বিক সহযোগীতায় প্রকল্পের সকল কার্যক্রম পরিচালিত এবং সম্পন্ন হয়। তিনি বলেন, জেসিআই ঢাকা ওয়েস্টের এই উদ্যোগ একটি সামাজিক কার্যক্রম, যা সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আইসিটিতে দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য। গত বছরের মতো এবারো আমরা সফলতার সঙ্গে এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি এবং এটি আমাদের সামাজিক দায়িত্বের অংশ।
প্রজেক্ট ডিরেক্টর হিসেবে ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৫ ট্রেনিং কমিশনার মাসুদ এবং প্রজেক্ট লিড হিসেবে ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের জেনারেল মেম্বার ফারাহ্ ছাঈদ আব্দুল বারী।
প্রজেক্টের ট্রেইনার হিসেবে ছিলেন সাদ্দাম হোসেন, এডিটর, জাগরণ নিউজ এবং মাসুদ, সেলস লিড, ওলিন এআই।
প্রজেক্ট ডিরেক্টর মাসুদ বলেন, আমাদের দেশের একটা বড় অংশ হলো এই মাদ্রাসা কমিউনিটির শিক্ষার্থী। ডিজিটালাইজেশনের এই যুগে বিচ্ছিন্ন কারণে তারা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত। তাদেরকে ডিজিটাল লিটারেসির বেসিক শেখানো আমাদের মূল লক্ষ্য ছিলো যা আমরা করতে পেরেছি। এই প্রজেক্টকে সাস্টেইনেবল করতে এই মাদ্রাসাতে আমরা একটা কম্পিউটার সেট আপ করে দিচ্ছি যেনো তাদের এই ডিজিটাল লিটারেসির চর্চা অব্যাহত থাকে।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর প্রায় ৪০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রাচীনতম ঐতিহ্যবাহী বৃহৎ লোকাল অর্গানাইজেশন।
এমকে