সুবিধাবঞ্চিত পরিবারদের দীর্ঘমেয়াদি স্বনির্ভরতায় সক্ষম করতে জেসিআই ঢাকা ওয়েস্ট বাস্তবায়ন করেছে অন্যতম প্রজেক্ট নিজের পায়ে দাঁড়াই ৪.০।
মানবিক সহায়তার প্রচলিত ধারণা থেকে বের হয়ে প্রকল্পটি খাদ্য বা অর্থ প্রদানের মতো স্বল্পমেয়াদি সাহায্যের বদলে দিচ্ছে টেকসই সম্পদ, যা পরিবারের জন্য তৈরি করছে স্থায়ী আয়ের সুযোগ ও সম্মানজনক জীবনযাত্রা। এই ব্যতিক্রমী প্রজেক্টের প্রধান দিক হচ্ছে, বিভিন্ন মাধ্যমে টাকা সংগ্রহ করে বাছাইকৃত দরিদ্র পরিবারগুলোর মাঝে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপকরণ বিতরণ করে তাদেরকে আত্মনির্ভর হিসেবে গড়ে তোলা।
২০২৫ সালে এই প্রকল্পের অংশ হিসেবে সাতক্ষীরার দারিদ্র্যপীড়িত পরিবারগুলোর জন্য ৫ লাখ টাকার বিনিয়োগ করা হয়। উদ্যোগের আওতায় তিনটি সুবিধাবঞ্চিত পরিবারকে প্রদান করা হয় আধুনিক আখের রসের মেশিন, যার মাধ্যমে তারা নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ পেয়েছে।
এসব মেশিনের মাধ্যমে সারা বছর আয়ের সুযোগ তৈরি হয়, খুব কম টেকনিক্যাল দক্ষতায় ব্যবসা পরিচালনা সম্ভব এবং পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় ব্যয়, সন্তানের শিক্ষা ও দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।
জেসিআই ঢাকা ওয়েস্ট এর ২০২৫ লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন-এর সার্বিক সহযোগীতায় প্রকল্পের সকল কার্যক্রম পরিচালিত এবং সম্পন্ন হয়। তিনি বলেন, জেসিআই ঢাকা ওয়েস্টের এই উদ্যোগ একটি সামাজিক কার্যক্রম, যা সাময়িক সহায়তা নয়, সঠিক উপকরণ প্রদানই প্রকৃত ক্ষমতায়ন। নিজের পায়ে দাঁড়াই প্রকল্পটি সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।
প্রজেক্ট নিজের পায়ে দাঁড়াই ৪.০ এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৫ লোকাল ট্রেজারার মো. সামিন রহমান।
মানুষকে প্রকৃত উপায়ে স্বাবলম্বী করে তোলার মূল ভাবনাকে মাথায় রেখে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এসডিজি ১ দারিদ্র্য বিলোপ অর্জনের লক্ষ্যে এ প্রজেক্ট। এর আওতায় সারা বছর জুড়ে সর্বোচ্চ সংখ্যক মানুষকে স্বাবলম্বী করাই এ প্রকল্পের প্রকৃত লক্ষ্য। টেকসই উন্নয়ন, সমতা ও জীবিকা সৃষ্টিতে বাস্তবধর্মী এই উদ্যোগটি সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত হিসাবে স্থান করে নিচ্ছে।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর প্রায় ৪০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রাচীনতম ঐতিহ্যবাহী বৃহৎ লোকাল অর্গানাইজেশন।