ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

প্রবীণদের মানসিক সুস্থতা ও সম্পৃক্ততায় জেসিআই ঢাকা ওয়েস্টের ব্যতিক্রমী আয়োজন

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট কর্তৃক আয়োজিত মানবিক উদ্যোগ “প্রবীণের তরে নবীন” প্রজেক্টটির সমাপনী সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রজেক্টটির আয়োজনের মূল উদ্দেশ্য কেবল প্রবীণদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি নয় বরং পারিবারিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে তাঁদের জীবনে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

গত ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রকল্পে ৩০ জন প্রবীণ এবং ১০ জন কেয়ারগিভার (যত্নদাতা) সক্রিয় অংশগ্রহণ করেন।

‘প্রিয়জন’ (এল্ডারলি কেয়ার হোম) এবং ‘ওয়েলনেস্ট’ (মেন্টাল হেলথ সাপোর্ট প্রোভাইডার্স) এর যৌথ সহযোগিতায় এই প্রকল্পে মোট চারটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। উল্লিখিত সেশনগুলোয় ভালো থাকার পরামর্শের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশের আয়োজন করা হয়।

পারিবারিক অংশগ্রহণের মাধ্যমে প্রবীণরা হয়ে ওঠেন উচ্ছল, সজীব ও প্রাণবন্ত। প্রবীণ ও তাঁদের কেয়ারগিভারদের জন্য আয়োজিত এই সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতি, গল্প ও তাদের জীবনে প্রতিকূলতার দিকগুলো খোলামেলাভাবে ব্যক্ত করেন। ফলে ‘প্রিয়জন’ নিবাসের পরিবেশ ভরে ওঠে আবেগঘন, ভালোবাসা ও সহমর্মিতায় পূর্ণ।

জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমনের পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক সহযোগীতায় প্রকল্পের সকল কার্যক্রম পরিচালিত এবং সম্পন্ন হয়। তিনি বলেন, জেসিআই ঢাকা ওয়েস্টের এই উদ্যোগ শুধুমাত্র একটি সামাজিক কার্যক্রম নয়; বরংএটি একটি সহানুভূতির যাত্রা, যা প্রবীণদের মানসিক স্বাস্থা নিয়ে প্রচলিত ধারণা ভেঙে নতুন আলোচনার সূচনা করেছে। প্রকল্পটির মাধ্যমে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রমাণ করেছে- মানসিক সুস্থতা ও যত্নের বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়িত্বের অংশ।

‘প্রবীণের তরে নবীন’ প্রজেক্ট ডিরেক্টর এবং জেসিআই ঢাকা ওয়েস্টোর লোকাল ভাইস প্রেসিডেন্ট অদ্রিকা এষণা পূর্বাশা বলেন, বাংলাদেশে প্রবীণদের শারীরিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু কার্যক্রম থাকলেও মানসিক স্বাস্থ্যের দিকটি অবহেলিত থেকে যায়, সেই জন্য এই প্রজেক্টের মূল লক্ষ্য প্রবীণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা। সেই সঙ্গে কেয়ারগিভারদের মানসিক স্বাস্থ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা ভালো থাকলে প্রবীণদের আরও বেশি ভালোমতো যত্ন নিতে পারবেন।

“প্রবীণের তরে নবীন” প্রজেক্ট লিড হিসেবে আহনাফ আহমেদ এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে আহমেদ ওয়াজেদুল হক খান, প্রজেক্টের সদস্য হিসেবে ফারাহ্‌ ছাঈদ আব্দুল বারী এবং জোবায়ের আহমেদ সাকিব দ্বায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর প্রায় ৪০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রাচীনতম ঐতিহ্যবাহী বৃহৎ লোকাল অর্গানাইজেশন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার