ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্নদের দক্ষতা বৃদ্ধিতে ভিন্নধর্মী উদ্যোগ জেসিআই ঢাকা ওয়েস্টের

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাপোর্ট ফর স্টুডেন্ট উইথ ডিজেবিলিটিসের যৌথ উদ্দ্যোগে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণের উদ্দ্যেশ্যে আয়োজিত হলো চার দিন ব্যাপী ভিন্নধর্মী কর্মশালা প্রজেক্ট থার্ড আই ২.০।

গত ১৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে কর্মশালার সমাপণী অনুষ্ঠান আয়োজিত হয়। এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক বিশেষভাবে সক্ষম এবং চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রজেক্ট থার্ড আই ২.০ কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) তরুণদের পেশাগত দক্ষতা অর্জন এবং সমাজে যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নে আলোকপাত করা হয়। এর মূল লক্ষ্য বিশেষভাবে সক্ষম এবং চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং অন্তর্ভুক্তিমূলক নিয়োগ প্রক্রিয়াকে উৎসাহিত এবং ত্বরান্বিত করা, যার মাধ্যমে সমাজে প্রচলিত স্টেরিও টাইপ এবং গতানুগতিক ভ্রান্ত ধারণা দূর করা যায়।

কর্মশালায় উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ সম্মাননা প্রদান করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল।

তিনি বলেন, জেসিআই বাংলাদেশ বিশ্বাস করে, প্রজেক্ট থার্ড আই ২.০ শুধু একটি স্থানীয় উদ্যোগ নয়- এটি জাতিসংঘের বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রতি আমাদের আন্তরিক অঙ্গীকার এবং উন্নত বিশ্বের পথে একটি সক্রিয় পদক্ষেপ। জেসিআই ঢাকা ওয়েস্টের এই অভিনব উদ্যোগকে আমরা নিঃসন্দেহে স্বাগত এবং সাধুবাদ জানাই।

জেসিআই ঢাকা ওয়েস্ট লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমনের সহযোগীতা এবং পৃষ্ঠপোষকতায় সার্বিক প্রকল্পের সকল কার্যক্রম পরিচালিত এবং সম্পন্ন হয়।

তিনি বলেন, আমরা জেসিআই ঢাকা ওয়েস্ট মনে করি, মানবতার মধ্যেই নিহিত রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ঐশ্বর্য। ‘প্রজেক্ট থার্ড আই ২.০’ শুধুমাত্র একটি প্রশিক্ষণ বা কর্মশালা নয়; এটি বিশেষভাবে সক্ষম তরুণদের অদম্য আত্মবিশ্বাস ও সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার এক প্রয়াস। তাদের অর্জিত এই দক্ষতা নিশ্চিতভাবে তাদের কর্মজীবনকে আলোকিত করবে এবং একটি সমতাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে জেসিআই ঢাকা ওয়েস্টের পক্ষ থেকে একটি জোরালো পদক্ষেপ।

প্রজেক্ট থার্ড আই ২.০ এর প্রজেক্ট ডিরেক্টর আহমেদ ওয়াজেদুল হক খান বলেন, এই প্রজেক্ট থার্ড আই ২.০ শুধু একটি কর্মশালা বা প্রকল্প নয়, এটি একটি বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতিতে এক অত্যাবশ্যকীয় মুভমেন্ট। আমরা বিশ্বাস করি, শারীরিক বা যে কোন সীমাবদ্ধতা কখনো স্বপ্নের সীমারেখা হতে পারে না। এই তরুণরা এখন তাদের মেধা ও প্রতিভার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব প্রদানে প্রস্তুত।

এছাড়া জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল ভাইস প্রেসিডেন্ট অদ্রিকা এষণা পূর্বাশা এর সার্বিক তত্ত্বাবধানে প্রজেক্ট থার্ড আই ২.০- এর প্রজেক্ট ডিরেক্টর আহমেদ ওয়াজেদুল হক খান এবং প্রজেক্ট লিড জোবায়ের আহমেদ সাকিব দ্বায়িত্ব পালন করেন।

ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক, গিয়ারলঞ্চ, গ্লোবাল ট্রাভেলস, নেক্সটজেন, ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম, সেভোরি এবং ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় উক্ত প্রজেক্ট এবং প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর প্রায় ৪০ টির অধিক লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট প্রাচীনতম ঐতিহ্যবাহী বৃহৎ লোকাল অর্গানাইজেশন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার