সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৮৮ হাজার ৪৬৬টি শেয়ার ৮০ বারে হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্যে ২১ কোটি ৩২ লাখ ৮৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডের। এদিন ব্লকে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬ কোটি ০৯ লাখ ৩১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিকিউ বলপেন। কোম্পানিটির ২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৯৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিল।
এসএম