পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশে কোম্পানিটি এজিএমের তারিখ ও সময় চূড়ান্ত করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় এজিএমের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ৭ ডিসেম্বর জারি করা আদেশ (কোম্পানি ম্যাটার নং ১১০৭ অফ ২০২৫) মেনে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশের প্রতিপালন নিশ্চিত করতেই পর্ষদ ত্বরিত গতিতে সভার আয়োজন করছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৪২তম এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর,২০২৫ তারিখে সকাল ১০টায়। সভাটি সম্পূর্ণ সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
এসএম