ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ২ লাখ ৫০ হাজার ৩৯৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধন করা এ ভোটারদের মধ্যে ২ লাখ ২৯ হাজার ১৫০ জন পুরুষ এবং ২১ হাজার ২৪৪ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৬৩ হাজার ১৯৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ পরিসংখ্যান জানা গেছে।
নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় প্রবাসীদের দেশে প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ইসির বার্তায় বলা হয়েছে, প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা দেওয়া যাবে।
পূর্বে ঘোষিত সময়সীমা বাড়িয়ে এখন নিবন্ধন চালু থাকবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া, ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারবেন।
তিনি আরও জানান, নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) প্রক্রিয়া চালু হবে। তফসিল ঘোষণার পর ১৫ দিনের জন্য এ নিবন্ধন চলবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এই অ্যাপ উদ্বোধন করে ১৪৮টি নির্দিষ্ট দেশের জন্য সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।
নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্বাচন কমিশন ভোটারদের কাছে নির্বাচনী ব্যালট পৌঁছানোর জন্য সঠিক ঠিকানা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।