ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৭ ডিসেম্বর) ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে যথাক্রমে ১০২০ ও ১৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১৫ জুন সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ২৬৩ কোটি ০২ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৭টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার