ক্যাটাগরি: জাতীয়

আরপিও সংশোধনী দুটিতে যা বলা হয়েছে

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আবারও সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিন বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, একটা আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ। সেখানে দুইটা সংশোধনী এসেছে। একটা সংশোধনী হচ্ছে— কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সেই সংক্রান্ত। আরেকটা হচ্ছে, আমাদের প্রবাসী ভাইবোনেরাও ভোট দিতে পারবেন। এই পোস্টালে পাঠানো ভোটগুলো গণনা পদ্ধতি কী, সে সংক্রান্ত একটা বিধান এসেছে।

তিনি জানান, সংশোধনীতে বলা হয়েছে, ভোটে (ব্যালট) যেখানে একটা সিল পড়ার কথা, সেখানে যদি একাধিক সিল পড়ে, তাহলে গণনা করা হবে না। যদি সিল না দেয় তা গণনা করা হবে না। যখন পোস্টালে ভোট দেওয়া হয়, তখন একটা ডিক্লারেশনের স্বাক্ষর করতে হবে। ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে, তাহলে ভোট গণনা করা হবে না। আর আমাদের ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সে পর্যন্ত সময়ের মধ্যে যে ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটারনিং অফিসারের কাছে, যারা পোস্টালে ভোট দেবেন, যেগুলো এসে পৌঁছাবে রিটারনিং অফিসারের কাছে— সেগুলো একইসঙ্গে আমরা যারা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবো, তাদের ভোট যখন গণনা করা হবে, একইসঙ্গে গণনা করা হবে।

শেয়ার করুন:-
শেয়ার