ক্যাটাগরি: রাজনীতি

সকালের মধ্যেই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে

উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, গত রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা হবে বলেও জানান মি. হোসেন।

“খালেদা জিয়ার সঙ্গে দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসক থাকবেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি লন্ডন এবং চীনের চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষক করছেন,” বলেন ডা. জাহিদ হোসেন।

বিমানে খালেদা জিয়ার সঙ্গে দেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপশি দুইজন বিদেশি চিকিৎসক এবং অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস থাকবেন বলেও জানান তিনি।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার