সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি ৩৯ লাখ ২৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার (০২ ডিসেম্বর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটিজেন্স ইন্স্যুরেন্স পিএলসিএর। এদিন কোম্পানিটির ৬ কোটি ৯১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এসিআই ফর্মুলেশনস পিএলসি এর শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬২ হাজার টাকা।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস লি: ২ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লি.২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এমকে