পুঁজিবাজারে ফিরছে আস্থা, আজও সূচকের উত্থান

পুঁজিবাজারে ফিরছে আস্থা, আজও সূচকের উত্থান
পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগে বিশেষ তহবিল গঠন-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের পর পুঁজিবাজারে আস্থা ফিরছে। পাশাপাশি সূচকের টানা উত্থানও পরিলক্ষিত হচ্ছে। বাড়ছে লেনদেনের পরিমাণও। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে একদিনে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৫ কোটি টাকা। এ ধারাবিহকতা আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও অব্যাহত ছিল। আজ লেনদেনের শুরুতে সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই সূচক আবার উর্ধ্বমুখী হতে দেখা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে প্রায় ৭ শতাংশ লেনদেন বেড়ে ৯৭৬ কোটিতে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেনের ‍উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৯৭৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬০ কোটি ১২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৯১৬ কোটি ২৫ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৪০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি