বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচিত দল ঢাকা ক্যাপিটালসের মালিকানা থেকে সরে দাঁড়িয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। গত আসরে এই দলের মালিকানায় যুক্ত থাকা শাকিব এবার আর দলের সঙ্গে নেই।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত বিপিএলের ক্রিকেটারদের নিলামে অংশগ্রহণের সময় দেখা গেল না শাকিবকে। বিসিবি সূত্রে জানা গেছে, ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন রিমার্ক হারল্যান থেকে চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে রয়েছে এবং শাকিব খান নতুন মালিকানায় যুক্ত হননি।
শাকিব খানের নিজ প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, তিনি বেশ আগেই রিমার্ক-হারল্যানের পরিচালনা পরিষদ থেকে সরে গিয়েছেন। তাই ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক-হারল্যানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং দল সম্পর্কে তার কাছে আপডেটও নেই।
গত বছর বিপিএলে ঢাকার দলের সঙ্গে শাকিবের যুক্তি ছিল আলোচনার এক বড় বিষয়, যেখানে তিনি গ্যালারিতে গিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। প্রথমবারের মতো ক্রিকেট দলের মালিকানা প্রসঙ্গে সেবার শাকিব বলেছিলেন, ভবিষ্যতে তার দল আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামবে। কিন্তু এবার ২০২৪ সালের বিপিএলে তার অনুপস্থিতি ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন তুলেছে।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথম টুর্নামেন্টে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। গতবার নিলামের সময় উপস্থিত ছিলেন শাকিব খান।
২০২৪ সালের বিপিএল ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এদিকে শাকিব খান বর্তমানে তার নতুন সিনেমা ‘সোলজার’ এর শুটিং নিয়ে ব্যস্ত। যা ঈদুল ফিতরে মুক্তির আশা করা হচ্ছে।