ক্যাটাগরি: রাজনীতি

জামায়াতের প্রার্থী হলেন আলোচিত সেই সাংবাদিক

দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও সাংবাদিক অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ-৪ আসনে নিজেদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। এর আগে এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন দলটির জেলা আমির।

জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মহসিন আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

এ সময় ‎সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশ ও বিদেশের মাটিতে সক্রিয় ছিলাম। সাংবাদিকতার পেশায় থাকার সুবাদে আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছি।’

তিনি আরো বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী আমাকে যে মূল্যায়ন করেছে, যদি মাধবপুর-চুনারুঘাটবাসী দাঁড়িপাল্লাকে জয়ী করেন তাহলে আমার প্রচেষ্টা থাকবে সিলেট বিভাগের প্রবেশদ্বার এই আসনের প্রত্যেকটি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা।’

সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী, জেলার সহকারী সেক্রেটারি জেনারেল কাজী আব্দুর রউফ বাহার ও মো. নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা আমীর প্রভাষক অলিউল্লাহ জহির, সেক্রেটারি ইয়াছিন খান, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী, নায়েবে আমীর হাফেজ আ স ম কামরুল ইসলাম, মাধবপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিনসহ প্রমুখ।

শেয়ার করুন:-
শেয়ার