ক্যাটাগরি: রাজনীতি

ইতিহাসের সবচেয়ে বড় জানাযা হবে বেগম খালেদার: মনজুর এলাহী

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, বিএনপি বা দলের নেতাকর্মীরা এ মুহূর্তে কোনোভাবেই বেগম জিয়ার অনুপস্থিতি কামনা করে না, তবে বাস্তবতা হচ্ছে- এই দেশের জনগণ তার প্রতি যে ভালোবাসা রাখে, প্রয়োজনে সেই (খালেদা জিয়ার) জানাজা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত।

রবিবার (৩০ নভেম্বর) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মনজুর এলাহী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। তবে বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে যে জায়গা দখল করে আছেন, তার জানাজা সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘একসময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের এই মাটিতেই থেকেছেন, জনগণের সাথে থেকেছেন।’ বক্তৃতার একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের মা, আর হাসিনা ফ্যাসিস্টের মা।’

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার