ক্যাটাগরি: খেলাধুলা

হ্যাটট্রিক করে দক্ষিণ কোরিয়াকে রুখলেন আমিরুল

আবারও হ্যাটট্রিকের আলো ছড়ালেন আমিরুল ইসলাম। তার কাঁধে সওয়ার হয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ। জুনিয়র হকি বিশ্বকাপ পয়েন্টের খাতাও খুলল তারা। ভারতের তামিলনাড়ুতে রোববার দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দেয় বাংলাদেশ। দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে পুল ‘এফ’-এ তৃতীয় স্থানে আছে দল।

এদিনও বাজে শুরু হয় বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে দুটি এবং দ্বিতীয় কোয়ার্টারে এক গোল হজম করে কোনঠাসা হয়ে পড়ে দল। এরপরই আমিরুলের ঝলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে হ্যাটট্রিক করা এই তরুণ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমবার জালের দেখা পান ৩৬তম মিনিটে, পেনাল্টি কর্নার (পিসি) থেকে।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান আমিরুল। এই কোয়ার্টারের শেষ দিকে আবারও পিসি থেকে সমতার স্বস্তি এনে দেন দলকে।

পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্সের।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার