চাঁদপুর-৩ (সদর – হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া এর উদ্যোগে শাহমাহমুদপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমাড়ডুগী বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে বিকেল ৩টা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ । চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সবই বিনামূল্যে প্রদান করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া। ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মেডিসিন, ডেন্টাল, ডায়াবেটিস ও নিউরোমেডিসিনসহ বিভিন্ন রোগীদের দেওয়া হয় চিকিৎসা সেবা।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন মিয়াজী।
এ সময় প্রধান অতিথি বলেন, শাহমাহমুদপুরের অনেক মানুষই দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় প্রত্যেকটি মানুষ কর্মক্ষেত্রে আল্লাহকে ভয় করুক। জামাতে ইসলামী যেটা চায় তা বাস্তবায়ন করতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য একটিবার বাংলাদেশ জামায়েত ইসলামীকে সুযোগ দেওয়া দরকার বলে আমরা মনে করি।
শাহমাহমুদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আক্তার হামিদ পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের প্রধান নূর মোহাম্মদ, ইউনিয়ন টিম সদস্য মাওলানা আমিনুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে জনগণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করেন। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে এডভোকেট শাহজাহান মিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।