ক্যাটাগরি: পুঁজিবাজার

নিজস্ব ওএমএস ব্যবহারে আরও ৯ ব্রোকারেজকে ডিএসই’র ফিক্স সনদ

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর জন্য এপিআই সংযোগ ব্যবহারের অনুমোদন হিসেবে আরও নয়টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান পেয়েছে পুনঃসনদ (রিসার্টিফিকেশন)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই এ তথ্য জানায়। সকালে ডিএসই বোর্ডরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্টিফিকেটগুলো তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। এ সময় ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমানসহ আইসিটি বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ আসাদুর রহমান বলেন, পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তর ডিএসইর অগ্রাধিকার। গ্রাহক–বান্ধব সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন শিল্পখাত— যেমন গার্মেন্টস, সিরামিক ও এগ্রো–কেমিক্যাল— এর প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তিনি জানান, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ নতুন ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, অনলাইন ডকুমেন্ট সাবমিশন ব্যবস্থা এবং স্টেকহোল্ডার–ফিডব্যাকনির্ভর কমপ্লায়েন্স ও ডেটাফ্লো সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান বলেন, স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত কাঠামো ব্যাংকিংয়ের চেয়েও বেশি সংবেদনশীল— একটি মুহূর্তের সেটব্যাক পুরো বাজারকে প্রভাবিত করতে পারে। তাই সবসময় আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করতে হয়। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সেন্ট্রালাইজড সিস্টেম ইন্টিগ্রেশনের ফলে ডিএসইর প্রযুক্তি এখন বৈশ্বিক মানের খুব কাছাকাছি পৌঁছেছে, কিছু ক্ষেত্রে আরও উন্নত স্তরে রয়েছে। স্থানীয় প্রযুক্তি দলের মাধ্যমে ওএমএস অ্যাপ্লিকেশন তৈরি হওয়া দেশের জন্যও এক গুরুত্বপূর্ণ সাফল্য।

সার্টিফিকেশন গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির মধ্যে ছিলেন—
বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও খন্দকার মাহমুদুল হাসান,
ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেডের এমডি অজিত কুমার বণিক,
আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি এ.এইচ.এম. নাজমুল হাসান,
আইআইডিএফসি সিকিউরিটিজের সিইও মো. নাজমুল হাসান চৌধুরী,
লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিইও খন্দকার সাফাত রেজা (রিসার্টিফিকেশন),
এমটিবি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. নজরুল ইসলাম মজুমদার,
এসএআর সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক শরীফ তাশরুবা রহমান,
সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. আলা উদ্দিন পাটোয়ারী,
এবং ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. মাসুদুজ্জামান।

উল্লেখ্য, ডিএসই ২০২০ সাল থেকেই এপিআই–ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ নেয়। নাসডাক ম্যাচিং ইঞ্জিনে সংযোগ নিয়ে নিজস্ব ওএমএস ব্যবহার করতে ৭২টি ব্রোকারেজ হাউজ আবেদন করেছে। আজকের নতুন ৮টি সনদসহ এ পর্যন্ত মোট ৪৭টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পেয়েছে, যার মধ্যে ৩৫টি ইতোমধ্যেই নিজেদের ওএমএস চালু করেছে।

শেয়ার করুন:-
শেয়ার