ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২৭৬ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬০ ও ১৯৪৩ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭৬ কোটি ১৩ লাখ টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টি, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার