সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৯২৬ বারে ১০ লাখ ১২ হাজার ২৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৮ বারে ১৪ লাখ ৮১ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আল- আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১৬৪ বারে ১ লাখ ৭৫ হাজার ২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, প্রগতি লাইফ, আইএফসি, এনআরবি ব্যাংক, ডোরিন পাওয়ার, রানার অটোমোবাইলস এবং স্যাল্ভো কেমিক্যাল।