ক্যাটাগরি: রাজনীতিসারাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। ক্ষতিগ্রস্ত মো. হাবিবুর রহমানের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেলে ঘটনাস্থল পরিদর্শনে যান চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে তিনি তরপুরচন্ডী ইউনিয়নের তেতুলতলার পূর্বপাশে ৪নং ওয়ার্ডস্থ ক্ষতিগ্রস্ত মো. হাবিব মিজির বাড়িতে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রান্নাঘর থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে একমাত্র ঘরটি ভস্মীভূত হয়ে হাবিবুর রহমান চরম বিপর্যস্ত অবস্থায় খোলা আকাশের নিচে আছে । আগুনে তাদের সব ধরনের ব্যবহৃত সামগ্রী, কাপড়চোপড় ও আসবাবপত্র পুড়ে যায়। এমপি প্রার্থী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মুহাম্মদ ইমরান খান, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সরকারি-বেসরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার