ক্যাটাগরি: সারাদেশ

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন

চাঁদপুর সরকারি কলেজে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবি। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে একাদশ ও স্নাতক (সম্মান ও পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীরা মনোরম পরিবেশে এ অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক নেতাদের মিলনমেলা হয়েছে। ইসলামী সংগীত, নাটিকা পরিবেশন এবং সীরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরে বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতি মাসে ১২ পত্রিকা বের করে, বাংলাদেশ কোন পলিটিকাল পার্টি বা ছাত্র সংগঠন কেউ নেই; যারা গ্রাহক ভিত্তিক পত্রিকা বের করতে পারে স্কুল লেভেলের জন্য কী পড়াশোনা করতে হবে। ইংলিশ লেভেলের জন্য তারা কোন পত্রিকা পড়বে, মাদ্রাসা যারা পড়ে তারা কী পত্রিকা পড়বে, যারা বিজ্ঞানে পড়ে তাদের পত্রিকা আলাদা রয়েছে। যার বুদ্ধিভিত্তিক অঙ্গেনে কাজ করতে চায় তাদের জন্য পত্রিকা রয়েছে। এবং যার হাই প্যালিটিক্স চিন্তা করে তাদের জন্য আলাদা পত্রিকা রয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি করতে ব্যাথ্য হচ্ছে। সেই জায়গা থেকে ছাত্রশিবির দীর্ঘদিন থেকে শিক্ষা আন্দোলনে কাজ করছে

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির সবার আগে শিক্ষা ব্যবস্থাকে সবার আগে প্রায়োরিটি দিয়েছি। এবং আমরা শিক্ষা মান উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তৈরি করে সরকারের কাছে জমা দিয়েছি। যাতে সরকার গুরুত্ব প্রদান করে। একদিকে ভালো মানুষ তৈরি হবে, একদিকে বেকার সমস্যা সমাধান হবে। আরেক দিকে একটা উন্নত জাতি তৈরি হবে। যা আগামীদিনে পূরো বিশ্বকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। ইসলামী ছাত্রশিবির সবাইকে নিয়ে তো কাজ করে। নারীদের কে আল্লাহ পাক সব স্তরে সন্মান দিয়েছে। এই জন্য আমরা চাই নারীদের জন্য পৃথক প্লাটফর্ম থাকবে। ছাত্রলীগ নারীদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। এই জন্য আমরা মনে করি আমাদের বোনদের কে আগামী দিনে কেউ হেনস্থা করতে না পারে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি, চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মো. শাহজাহান মিয়া। ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য রাখছেন ঢাবির মেধাবী ছাত্র ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল।

কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও শিবির নেতা এহসানুল ফেরদৌস বাপ্পির পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শহর শিবির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহীম খলিল, সাবেক নেতা কাউছার আলম, সাবেক কলেজ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোজাহিদুল ইসলাম এবং শহর শিবিরের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার